মিস ইউনিভার্সের মুকুট পরলেন মার্কিন সুন্দরী বনি গ্যাব্রিয়েল

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৩, ০৮:০২ পিএম

মিস ইউনিভার্সের মুকুট পরলেন মার্কিন সুন্দরী বনি গ্যাব্রিয়েল

বার্ষিকভিত্তিতে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন মার্কিন সুন্দরী আর'বনি গ্যাব্রিয়েল। বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরে সেরার মুকুট জিতলেন টেক্সাসের এই মডেল।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। আর বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরান মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এ সময় তুমুল করতালিতে নতুন মিস ইউনিভার্সকে অভিবাদন জানান হলভর্তি দর্শক ও প্রতিযোগীরা।

বিউটি পেজেন্টের টপ-৩ তে পৌঁছায় মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, এবং ডমিনিকান রিপাবলিক। শেষ দুইয়ে পৌঁছায় আমেরিকা ও ভেনেজুয়েলা। অবশেষে মিস আমেরিকা জিতে নেন মিস ইউনিভার্সের (Miss Universe) মুকুট।

মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল প্রথম রানার আপ এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন কর্নাটকের সুন্দরী দিভিতা রাই। ম্যাঙ্গালুরুর বাসিন্দা Divita Rai জাতীয় পোশাকের রাউন্ডে সোনার পাখি সেজে নজর কেড়েছিলেন। ভারতের সংস্কৃতি এবং আধ্যাত্মের রূপক ছিল ওই পোশাক। তবে সেরার সেরা হয়ে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল। তিনি টপ ১৬ -এ ওঠার পর প্রতিযোগিতা থেকে ছিটকে যান। শেষে বিশ্বসেরার খেতাব পান মার্কিন সুন্দরী।

মিস ইউনিভার্সকে চূড়ান্ত প্রশ্ন

আর’বনি গ্যাব্রিয়েলকে চূড়ান্ত প্রশ্ন করেন মিস ইউনিভার্স প্রতিযোগিতকার বিচারকরা। প্রশ্নটি ছিল- ‘যদি আপনি মিস ইউনিভার্স জেতেন তাহলে কীভাবে একটি ক্ষমতায়ন ও প্রগতিশীল সংস্থা হিসেবে কাজ করবে?’

জবাবে গ্যাব্রিয়েল বলেন, ‘আমি একজন সমাজ পরিবর্তনকারী নেতা হতে চাই। ১৩ বছর ধরে আমি সেলাই-শিল্পের সঙ্গে যুক্ত। দূষণ কমাতে আমি নিজের কাজে পুনর্ব্যবহৃত উপকরণকে ব্যবহার করি। মানব পাচার এবং গার্হস্থ্য হিংসে থেকে বেঁচে আসা মহিলাদের আমি সেলাইয়ের ক্লাস দেই। কারণ আমি বিশ্বাস করি অন্যের উপর, তোমার সম্প্রদায়ের উপর বিনিয়োগ করলে তবেই বদল আসবে। আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে। আর যখন সেটাকেই ছড়িয়ে দেই, তখনই পরিবর্তন আসে।’

কে এই আর‘বনি গ্যাব্রিয়েল?

১৯৯৪ সালর ২০ মার্চ টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেছিলেন R'Bonney। নিজের জীবন প্রসঙ্গে তিনি বলেছিলেন, "আমার বাবা ফিলিপিনসের বাসিন্দা ছিলেন। কলেজে স্কলারশিপ পেয়ে আমেরিকায় এসেছিলেন। তখন তাঁর পকেটে মাত্র ২০ ডলার (মার্কিন) ছিল।" মিস ইউনিভার্স গ্যাব্রিয়েল আরও জানান, "বাবা নিজের জীবন গড়েছিলেন। আমার মায়ের সঙ্গে টেক্সাসে আলাপ হয়েছিল বাবার। তিনি বিউমন্টের বাসিন্দা ছিলেন। আমি গর্বিত ফিলিপিনা টেক্সান।" তাঁর বায়ো অনুযায়ী, তিনি হুলা হুপ ভালোবাসেন। মাঝেমধ্যে ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। অবসর সময়ে বই পড়েন।

গ্যাব্রিয়েলের শিক্ষাগত যোগ্যতা কী?

রিপোর্ট বলছে, ২০১৮ সালে নর্থ টেক্সাসের ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কলেজে পড়াশোনা শেষ করার পর নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নিকোল মিলারের কাছে ইন্টার্নশিপ করেছেন। মিস টেক্সাসে USA-তে যে কোটটি পরে র্যাম্পে হেঁটেছিলেন তা একটি থ্রিফট স্টোর থেকে কিনেছিলেন তিনি। এই ধরনের দোকানে সেকেন্ড হ্যান্ড পোশাক বিক্রি হয়। ২০২২ সালের অক্টোবর মাসে মিস USA নির্বাচিত হন তিনি।

ভিডিও দেখুন নিচের লিংকে---

মিস ইউনিভার্সের মুকুট পরলেন মার্কিন সুন্দরী বনি গ্যাব্রিয়েল

Link copied!