মিস ইন্ডিয়া-২০২২ শিরোপা জিতলেন কর্নাটকের সিনি শেঠি

বিনোদন ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০৯:২৯ পিএম

মিস ইন্ডিয়া-২০২২ শিরোপা জিতলেন কর্নাটকের সিনি শেঠি

চলতি বছরের ফেমিনা মিস ইন্ডিয়া-২০২২ হয়েছেন কর্ণাটকের সিনি শেঠি।৩১ জন প্রতিযোগিকে হারিয়ে মিস ইন্ডিয়ার মুকুট পরে জয়ের হাসি হাসেন সিনি।

ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইভেন্টটিতে সিনিকে মিস ইন্ডিয়া বলে ঘোষণা করা হয়।

রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার হয়েছেন এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান।মুম্বাইয়ে জন্মগ্রহণ করা ২১ বছর বয়সী সিনি শেঠি কর্নটকের বাসিন্দা। তিনি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

বর্তমানে মিস ইন্ডিয়া ২০২২ সিনি শেট্টি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট এর পেশাদার কোর্স অনুসরণ করছেন। তিনি চার বছর বয়সে নাচ শুরু করেন এবং ১৪বছর বয়সে তাঁর আরঙ্গেট্রাম এবং ভরতনাট্যম নাচ শিখেছেন।  

বিজয়ী হওয়ার পর সিনি জানায়, পরিবারের সদস্যরা তাঁকে পড়াশোনায় এবং তার এই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সমর্থন জানিয়েছিলেন।

এবারও মিস ইন্ডিয়া প্রতিযোগিতা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় ৩১ সুন্দরীর মধ্যে কঠিন লড়াই হয়। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়ও সিনি একটি বিশেষ নাচ পরিবেশন করেন। তার এই ব্যতিক্রমধর্মী নাচ বিচারকদের প্যানেলে  ব্যাপক প্রশংসিত হয়। সিনি তাঁর উপস্থিত বুদ্ধি দিয়ে সব বিচারকের মন জয় করেন।

বলিউড চলচ্চিত্রের প্রখ্যাত আইটেম গার্ল মালাইকা অরোরা, অভিনেত্রী ও মডেল নেহা ধুপিয়া, কৃতি স্যানন, মনীশ পল, রাজকুমার রাও এবং ডিনো মোরিয়ার মতো অনেক সেলিব্রিটি গ্র্যান্ড ফিনালে ইভেন্টে অংশ নিয়েছিলেন।

কৃতী স্যানন এবং লরেন গটলিব তাঁদের অত্যাশ্চর্য পারফরম্যান্স দিয়ে ইভেন্টকে মুগ্ধ করেন।

প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা ধুপিয়া বলেছেন, এই মঞ্চ তাঁকে আবারও অমূল্য অভিজ্ঞতার স্মৃতি ফিরিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ২০ বছর আগে এই শিরোপা পেয়েছিলেন নেহা ধুপিয়া। 

Link copied!