মিয়ানমার: রেল শ্রমিকদের ঘিরে ফেলেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১১, ২০২১, ০৪:০২ পিএম

মিয়ানমার: রেল শ্রমিকদের ঘিরে ফেলেছে পুলিশ

মিয়ানমারের ইয়াঙ্গুনে বুধবার জান্তা বিরোধী ধর্মঘটে অংশ নেওয়া রেল শ্রমিকদের স্টাফ কম্পাউন্ড ঘিরে ফেলেছ দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মিয়ানমারে কল-কারখানা, দোকানপাট সব বন্ধ রয়েছে। এছাড়াও ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমও বন্ধ হতে যাচ্ছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রেলওয়ের স্টাফ কম্পাউন্ডের কাছে আইন শৃঙ্খলা বাহিনীদের দেখা গিয়েছে।

এক শ্রমিক মুঠোফোনে রয়টার্সকে জানিয়েছেন, শিগগিরই দমন অভিযান শুরু হতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের গ্রেপ্তার করা হবে। সম্ভব হলে সাহায্য করুন আমাদের।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি দেশটিতে গণতন্ত্রের সরকার অং সান সূ চিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে সামরিক সরকার বিরোধী আন্দোলন করছে সরকারি-বেসরকারিসহ সাধারণ মানুষজন। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গত বুধবার (৩ মার্চ) পর্যন্ত ৩৮ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সাম্প্রতিককালে দেশটিতে গণতন্ত্রী মানুষদের বিক্ষোভ ভিন্ন মাত্রা পেয়েছে। 

সূত্র: রয়টার্স।

 

 

Link copied!