‘মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২২, ০৬:৪৩ পিএম

‘মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই’

‘কফি হাউসের সেই আড্ডাটা, সে আমার ছোট বোন, যদি কাগজে লিখ নাম, সবাই তো সুখী হতে চায়, দ্বীপ ছিল শিখা ছিল—এমন অসংখ্য গান প্রেম-বিরহের আবেগে থরথর বাঙালির হৃদয়তন্ত্রীতে বেজে চলেছে যুগের পর যুগ।

সবার হৃদয়ে এক গভীর বিষাদ ছড়িয়ে অনন্তলোকে চলে গেছেন তিনি। চলে গেছেন তা–ও নয় বছর হয়ে গেল। তবু তাঁর স্মৃতি উজ্জ্বল। তিনি আছেন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে, তাঁর গানের মধ্য দিয়ে। তিনি বাংলা ভাষার অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দে।

১৯১৯ সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজে গেয়েছেন, গানে সুর করেছেন, হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। সংগীতের প্রায় সব ক্ষেত্রেই অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভারতের বিভিন্ন ভাষায় চার হাজারের মতো গান গেয়েছেন তিনি। এর মধ্যে বাংলা গানের সংখ্যা আড়াই হাজারের বেশি।

মান্না দে ছিলেন খুব গোছানো মানুষ। প্রতিটি অনুষ্ঠানের আগে উনি দু–তিন ঘণ্টা অনুশীলন করতেন। খুঁতখুঁতেও ছিলেন, একটা গান উনি বারবার গাইতেন। কিছুতেই একবারে উনি সন্তুষ্ট হতেন না। যে গান রেকর্ড করবেন, সেই গান আট-নয়বার গাইতেন।

১৯৫০ সালে ‘মশাল’ ছবিতে শচীনকর্তার লেখা ‘ওপার গগন বিশাল’ গানটি এবং ১৯৫২ সালে একই গল্পের বাংলা ও মারাঠি ছবিতে ‘আমার ভুপালী’ গানটি গেয়ে গানের ভুবনে তাঁর আসন পাকাপোক্ত করে নেন। হিন্দি, গুজরাটি, মারাঠি, ভোজপুরি, পাঞ্জাবি, কোঙ্কনি, অসমিয়া ও বাংলা ভাষার গানের পাশাপাশি রবীন্দ্র ও নজরুলসংগীতেও তিনি তাঁর অনন্য সংগীতপ্রতিভার পরিচয় দিয়েছেন।

কেরালার মেয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুলোচনা কুমারনের সঙ্গে প্রেমের সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছেছিল ১৯৫৩ সালে। তাঁদের দুই মেয়ে সুরমা দে ও সুমিতা দে। অকপটে বলেছেন, জীবনের বড় পাওয়া তাঁর স্ত্রী।

সংগীতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৯৭১ সালে ভারত সরকারের পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মভূষণ পুরস্কার পান। এ ছাড়া ভারতে চারটি জাতীয় পুরস্কার, রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডি–লিট, আলাউদ্দিন খাঁ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

২০১৩ সালের আজকের দিনে সুরের জলসা থামিয়ে, কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে, সুরহীন নৈঃশব্দ্যের জগতে চলে গেছেন কিংবদন্তী সংগীতশিল্পী মান্না দে। চলে গেছেন গানের রাজা, পড়ে আছে মুকুট।

Link copied!