মে থেকে কলেরার টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২২, ১১:২৭ পিএম

মে থেকে কলেরার টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

যে সকল এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “মে মাসের কলেরার টিকার ব্যবস্থা করা হয়েছে। কলেরা ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি যেসব এলাকায় সেখানে টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা আছে।”

আজ শুক্রবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।

জাহিদ মালেক বলেছেন, করোনা টিকা প্রত্যেক বছর নিতে হলে টিকা উৎপাদনের চেষ্টা করা হবে। ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

'প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ব্যাপারে এখনও কিছু বলেনি। দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায়, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি', যোগ করেন তিনি।

জাহিদ মালেক বলেন, “এ বছর বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের উদ্দেশ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে  প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। আগামীতে পরীক্ষার মান আরো বাড়ানোর লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করা হয়েছে।”

এ সময়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক প্রফেসর এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Link copied!