মেটাফেব্রিক: শরীরের তাপ কমাতে সক্ষম ৫ ডিগ্রিরও বেশি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:৫৮ এএম

মেটাফেব্রিক: শরীরের তাপ কমাতে সক্ষম ৫ ডিগ্রিরও বেশি

প্রতিদিনই মানুষের অগ্রযাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশের তাপমাত্রাও। ভবিষ্যতে মানুষের টিকে থাকার জন্য যতোগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার মধ্যে অন্যতম প্রধান হলো উচ্চ তাপমাত্রা।

তবে বিজ্ঞানীরা এরও একটি সমাধান ইতোমধ্যে বের করে ফেলেছেন। পারসোনাল থারমাল ম্যানেজমেন্ট (পিটিএম) প্রযুক্তিতে তৈরী এই মেটাফেব্রিক তৈরী করেছেন চীনের চীনের হুয়াঝং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাওনিং ঝেনের নেতৃত্বে একদল গবেষক। যা পরিবেশের তুলনায় অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে সক্ষম। একটিু সহজ করে বললে, এই মেটাফেব্রিকের তৈরী কাপড় গায়ে দিলে পরিবেশের তাপমাত্রা যদি থাকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাহলে গায়ের তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

মেটাফেব্রিকটি তৈরী করতে ব্যবহার করা হয়েছে, টাইটেনিয়াম অক্সাইড এবং পলিল্যাকটিক এসিডের ন্যানোপার্টিকেলের মিশ্রণ এবং পলিটেট্রাফ্লোরো ইথিলিন। এই তিন ধরণের উপাদানে তৈরী এই মেটাফেব্রিকটি তাপসহ দৃশ্যমান আলো, ইনফ্রারেড রশ্মি এবং অতিবেগুনী রশ্মি প্রতিফলিত করতে সক্ষম। তাপীয় সূত্র অনুযায়ী নতুন তৈরী করা এই মেটাফেব্রিক উল্লিখিত আলোকরশ্মিগুলো প্রতিফলিত করার পাশাপাশি তাপকেও প্রতিফলিত করে। ফলে কাপড় উত্তপ্ত হয় না।

গবেষকরা পরীক্ষা করে দেখতে পেয়েছেন যে এই কাপড় পরলে শরীরের তাপমাত্রা সুতি কাপড়ের তুলনায় ৫ ডিগ্রি কম, স্প্যান্ডেক্সের তুলনায় ৬.৮ ডিগ্রি কম, শিফনের তুলনায় ৭ ডিগ্রি এবং লিলেনের তুলনায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। গবেষকদের দৃঢ় আশা, এই মেটাফেব্রিক একদিন মানুষের উচ্চ তাপমাত্রা সংক্রান্ত বিপদ এড়াতে সহায়তা করবে।

নীল চিহ্নিত অংশে ব্যবহার করা হয়েছে মেটাফেব্রিক্স। ফলে তাপমাত্রাও দেখাচ্ছে কম। ছবি: সায়েন্স.অর্গ

সাধরাণত যেকোন নতুন আবিষ্কৃত প্রযুক্তির জন্য মানুষকে প্রথম প্রথম চড়া মূল্য দিতে হয়। কিন্তু এই কাপড়ের বেলায় গবেষকরা আশা দেখাচ্ছেন। তাদের আশাবাদ, এই কাপড় সাধারণ সুতি কাপড় তৈরীতে যে খরচ তারচেয়ে ১০ গুন বেশি খরচ হতে পারে। তারা আরো বলছেন, যদি কোন প্রতিষ্ঠান এই কাপড় উৎপাদনে আগ্রহ প্রকাশ করে তাহলে হয়তো আগামী বছরের মধ্যেই এই মেটাফেব্রিক বাণিজ্যিকভাবে বাজারে আসবে।

Link copied!