মেসির পিএসজির হোঁচট

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৭:৫৪ পিএম

মেসির পিএসজির হোঁচট

লিওনেল মেসি গোলশূন্য থাকলেন। আর তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়লো। ৫৯ মিনিটে লাল কার্ড দেখেন ভেরাত্তি। ৫১ মিনিটে নেইমার দলকে এগিয়ে দিয়েছিলেন গোল করে। কিন্তু শেষে রেইমস গোলটি শোধ করে দেয়। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। 

অবশ্য পয়েন্ট হারানোর জন্য দুর্ভাগ্যকে দোষারোপ করতে পারে পিএসজি। এগিয়ে থেকেও তাদের হোঁচটের কারণ মার্কো ভেরাত্তির লাল কার্ড। ৫৯ মিনিটে সরাসরি মাঠ থেকে বহিষ্কার হন ইতালিয়ান মিডফিল্ডার। ১০ জনের পিএসজি রক্ষণ আগলে রাখতে আধ ঘণ্টারও বেশি সময় চেষ্টা করেছে। কিন্তু শেষ রক্ষা হলো না।

পার্ক ডু প্রিন্সেসে ম্যাচটা যে পিএসজির জন্য সহজ হবে না সেটা বোঝা গেছে বিরতির আগেই। প্রথমার্ধে স্বাগতিকদের গোলশূন্য ব্যবধানে রুখে দেয় রেইমস। অথচ কাতার বিশ্বকাপের পর এই প্রথম দলের সেরা তিন তারকাকেই একাদশে পেয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে এটা পিএসজির তৃতীয় ড্র। লিগে সবশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাল তারা। এর মধ্যে আছে দুই হার। হোঁচটের পরও লিগ ওয়ানের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। লিগের কুড়িতম রাউন্ড শেষে ৪৮ পয়েন্ট তাদের। তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আরসি লেন্স। তাদের পেছনে আছে যথাক্রমে অলিম্পিক মার্শেই (৪৩), এএস মোনাকো (৩৮) ও রেঁনে (৩৭)। পিএসজির মাঠ থেকে পাওয়ার পরও তালিকার ১১ নম্বরে আছে রেইমস। তাদের পয়েন্ট ২৬।

 

Link copied!