যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার খবর গুজব: পলক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২২, ০৬:৩৩ এএম

যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার খবর গুজব: পলক

বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার সোশ্যাল মিডিয়ায় নানা গুজব রটছে। এবার গুজব ছড়িয়েছে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে। অনলাইনে এই গুজব ছড়ানো হয়েছে।

অনেকে বলছেন, রাষ্ট্রীয় সফরে থাকার পরও প্রতিমন্ত্রী আমেরিকায় ঢুকতে পারেননি।

তবে বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার সফরের বিস্তারিত উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পোস্টও দিয়েছেন তিনি।

গতকাল রোববার কবীর আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রী পলকের একটি ছবি এবং বাংলাদেশ সরকারের জিও (গভর্মেন্ট অর্ডার) সংযুক্ত করে একটি পোস্ট করা হয়। আইডির ব্যক্তি নিজেকে আয়ারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক দাবি করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, “আরও একটি সুখবর। বিনা ভোটের মাফিয়া অবৈধ সরকারের পাতিমন্ত্রী পলককে ঢুকতে দেয়নি আমেরিকা। তার নির্ধারিত কর্মসূচি ছিল ওয়াশিংটন ও নিউইয়র্কে! কিন্তু তাও তাকে ঢুকতে দেয়নি। আর ও অনেক সুখবর আসছে।”

পোস্টটিতে সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রায় ২৭০ জন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে শেয়ারও করেছেন। এই পোস্টের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী পলক নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে একটি বিশদ লেখা পোস্ট করেছেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, “অনলাইনে নানা ধরনের গুজব সৃষ্টি করছে জামায়াত-বিএনপির এজেন্টরা। আমার ক্ষেত্রে যেটি ঘটল সেটি তাদের মিথ্যাচারের একটি উজ্জ্বল উদাহরণ। এগুলোকে আমরা কেস স্টাডি হিসেবে দেখছি।”

Link copied!