রকেটে যান্ত্রিক ত্রুটি: স্থগিত হয়ে গেল নাসার চন্দ্রাভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩০, ২০২২, ০৪:৫২ এএম

রকেটে যান্ত্রিক ত্রুটি: স্থগিত হয়ে গেল নাসার চন্দ্রাভিযান

যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন চন্দ্রাভিযানের অংশ স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) নামে একটি রকেট উৎক্ষেপণ।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট) এই রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। আসছে ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের নতুন তারিখ নির্ধারিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রকেট উৎক্ষেপণের ঘণ্টা দুই আগে ইঞ্জিন থেকে জ্বালানি লিকেজ সংক্রান্ত সমস্যা শনাক্ত হওয়ার পর উৎক্ষেপণ বাতিল করে নাসা কর্তৃপক্ষ।

১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মহাকাশে যত রকেট পাঠিয়েছে নাসা, সেসবের মধ্যে এসএলএস রকেটটি সর্ববৃহৎ ও সবচেয়ে শক্তিশালী। রকেটটির ইঞ্জিনের আয়তনই ১০০ মিটার। এর আগে নাসার কর্মকর্তারা জানিয়েছিলেন, এতে মূল প্রযুক্তিগত কোনো ত্রুটি নেই।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি সিএনএনকে বলেন, “পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফলাফল পাইনি। এবং এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্নমতও তৈরি হয়নি।”

এই রকেটটি ওরাইয়ন নামে একটি ক্যাপসুল বহন করছে। এটি চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। তবে এই যাত্রায় কোনো মানুষ থাকবে না। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন। যাত্রা শুরুর পর যানটি দু'ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে।

প্রসঙ্গত, চাঁদে মানুষ প্রথমবারের মতো পা রাখে ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ রকেটে চড়ে। ওই ঘটনার অর্ধ শতাব্দী পরের এই উৎক্ষেপণ নাসার জন্য একটি বড় ঘটনা হতে যাচ্ছে।

Link copied!