রমজান মাসে মূল্য নিয়ন্ত্রণে এলসি সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২২, ০৩:৩৭ এএম

রমজান মাসে মূল্য নিয়ন্ত্রণে এলসি সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের আমদানির ঋণপত্র (এলসি) ন্যূনতম মার্জিনে খোলার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সাকুর্লার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়  বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ওই পণ্যগুলোর আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

Link copied!