রসায়নে নোবেল পেলেন লিস্ট ও ম্যাকমিলান

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৬, ২০২১, ১০:২৭ পিএম

রসায়নে নোবেল পেলেন লিস্ট ও ম্যাকমিলান

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন দুই বিজ্ঞানী। বুধবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে। 

২০২১ সালে রসায়নে নোবেল বিজয়ীরা হলেন, জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান। অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস উদ্ভাবনে সফলতার জন্য তাদের এবার পুরস্কার দেওয়া হয়। ম্যাকমিলান ও লিস্টের কাজ অর্গানোক্যাটালাইসিসের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে গত ৪ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২০২১ সালের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারে এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটাপৌসিয়ান।

অপরদিকে পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়া তিন বিজ্ঞানী আবহাওয়াবিদ সিউকুরো মানাবে, পদার্থবিদ ক্লাউস হ্যাসেলমেন এবং সমুদ্রবিজ্ঞানী জর্জিও প্যারিসি। বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।  

Link copied!