রাজধানীতে কালবৈশাখি ঝড়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ০৪:২৬ পিএম

রাজধানীতে কালবৈশাখি ঝড়

রাজধানীতে কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি হয়েছে। এতে গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নগরবাসী। শনিবার (২১ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকায় কালবৈশাখি ঝড় শুরু হয়। যদিও ঝড়ে ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। কিছুটা ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অফিসগামী লোকজন।

ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগে গাড়ির জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকক্ষণ পর গাড়ির দেখা পেলেও ভিড়ের জন্য উঠতে পারেননি অনেকে। এতে বৃষ্টিতে ভিজে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে তাদের।

শনিবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে কালবৈশাখি ঝড় ও বৃষ্টির খবর পাওয়া গেছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমারে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Link copied!