রাজধানীতে গত ২৪ ঘন্টায় ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২২, ১১:০৮ পিএম

রাজধানীতে গত ২৪ ঘন্টায় ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পাশপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে।বৃধবার গত ২৪  ২৪ ঘণ্টায় আরও ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩২ জনই রাজধানীর বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী ভর্তি হয়নি বলেও জানানো হয় প্রতিবেদনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে শনাক্ত হওয়া ৩৩ ডেঙ্গুরোগীসহ মোট ১৪৯ জন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।  এর মধ্যে ১৩৬ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ১৩ জন রোগী।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (৬ জুলাই) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৩১৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৬৬ জন। চলতি বছর এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়। ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

Link copied!