রাজধানীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৪:৩৬ পিএম

রাজধানীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে

রাজধানীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১ হাজার ১৬০ জন। তাঁদের মধ্যে রাজধানীতেই ১ হাজার ২৭ জন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৪৯ জন। এটিই এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। তাঁদের মধ্যে রাজধানীতে ৪৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ দেশে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১৫১ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন। অবশিষ্টরা ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন, জুনে ৭৩৭ জন এবং চলতি মাসের দুই দিনে ৭১ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার আক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। বাড়ি বা বাসার আঙিনায় কোনো পানি যাতে জমে না থাকে সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এডিস নিয়ন্ত্রণে মশক বিরোধী অভিযান চালাচ্ছে।

Link copied!