রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্বের মুকুট এখন কার?

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২২, ১০:২৮ পিএম

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্বের মুকুট এখন কার?

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর বিশ্বের নানা দেশে রাজতন্ত্রের অধীনে রাজা-রানীদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। সমসাময়িককালে বিশ্বের দীর্ঘতম সময় ধরে সিংহানের অধিকারীর রেকর্ড ছিল ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের। তাঁর মৃত্যুর পর এবার সেই ‘দীর্ঘ সময়’ রাজার আসনে থাকার রেকর্ড গড়তে যাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালকিয়াহ। অর্থাৎ বর্তমানে জীবিত রয়েছেন এমন রাজা বা সুলতানদের মধ্যে ব্রুনাই-এর সুলতানই সবথেকে বেশি সময় ধরে সিংহাসনে রয়েছেন।

ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালকিয়াহ সিংহাসনে বসেন ১৯৬৭ সালে। এরপর ৫৪ বছরের বেশি সময় ধরে রাজত্ব চালিয়ে যাচ্ছেন তিনি। ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের থেকে বছর চারেক বেশি রাজত্ব করেছেন বালকিয়াহ। দ্বিতীয় মার্গারেট বর্তমানে দীর্ঘতম রাজত্বের অধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে রাজত্ব করেছেন তিনি। গত জুন মাসেই সেই ৭০ বছর পূর্ণ হয়েছে। তাঁর মৃত্যুর পর ছেলে প্রিন্স চার্লস তৃতীয় রাজা হিসেবে সিংহাসনে বসেছেন।

ব্রুনাই সুলতান: এক খ্যাপাটে রাজার গল্প - বিকশিত

ব্রুনাইয়ের সুলতানের সাথে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ছবি: সংগৃহীত 

রানীর জীবদ্দশায় ব্রুনাইয়ের সুলতানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর। শুধু তাই নয়, ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন সাম্মানিক পদও দেওয়া হয়েছিল ব্রুনাইয়ের রাজ পরিবারের সদস্যদের।

তবে ব্রিটেনের রানীর থেকে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ব্রুনাইয়ের সুলতান। তাঁর হাতে সব ক্ষমতা দেওয়া রয়েছে সে দেশের সংবিধানে। এমনকি জরুরি অবস্থা জারি করার ক্ষমতাও রয়েছে তাঁর। তিনি সরকারেও প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত। এ ছাড়া সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ও রয়েছে তাঁর হাতে। দেশের পুলিশ বিভাগও নিয়ন্ত্রণ করেন তিনিই।

বর্তমানে যাঁরা জীবিত রয়েছে, তাঁদের মধ্যে সিংহাসনের অধিকারের তালিকায় সুলতানের পর রয়েছেন ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেট। এরপর রয়েছেন শারজাহর সুলতান বিন মহম্মদ আল কাশিমি, সুইডেনের কার্ল গুসতাফ, ফুজারিয়ার সুলতান হামাদ বিন মহম্মদ।

 সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!