রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই জাহাজ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৩, ১২:১৬ এএম

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই জাহাজ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং নবরস্ট্রি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে দুটি জাহাজ।

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে ‘এম ভি আনকা সান’ এবং ‘এম ভি স্পোডিল্লা’ নামে জাহাজ দুটি বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ভ্যানুয়াটি পতাকাবাহী ‘এমভি আনকা সান’ ও লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’ নামে রাশিয়া থেকে দুটি জাহাজ রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মাল নিয়ে বন্দরে ভিড়েছে।” মেশিনারিজ মাল দুদিনের মধ্যে খালাস করে সড়ক পথে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।

Link copied!