রেকর্ড তাপমাত্রায় দিল্লি পুড়ছে দাবদাহে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৮:৫৬ পিএম

রেকর্ড তাপমাত্রায় দিল্লি পুড়ছে দাবদাহে

দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। এপ্রিল মাসে এ রাজ্যের গড় তাপমাত্রা সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গত ৭২ বছরের মধ্যে দ্বিতীয় উষ্ণতম মাস। দেশটিতে একদিকে তীব্র তাপপ্রবাহ বইছে, অপরদিকে দেখা দিয়েছে ঘণ্টার পর ঘণ্টা ব্ল্যাকআউট।

শনিবার এনডিটিভি জানায়, ২৮ ও ২৯ এপ্রিল দিল্লিতে ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত ১২ বছরে দিল্লিতে এপ্রিল মাসে রেকর্ড করা সর্বোচ্চ উষ্ণতম দিন।

ইতিমধ্যে দিল্লির বিভিন্ন জায়গায় 'কমলা' সতর্কতা সংকেত জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এর মানে হলো, এসব জায়গায় তাপপ্রবাহ মারাত্মক রূপ নিতে পারে। এরমধ্যে দেশটিতে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। তীব্র গরমের মধ্যে বিদ্যুতের চাহিদা বাড়ায় এবং কয়লা সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

গরমের কারণে ইতোমধ্যে বিভিন্ন এলাকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা ক্লাসের সময় কমিয়ে দেওয়া হয়েছে। বিহারে সকাল ১০টা ৪৫ মিনিটের মধ্যে স্কুলের পাঠদান শেষ করতে বলা হয়েছে। দিনের মধ্যভাগের পর বাইরে অবস্থান না করতে জনসাধারণের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরবর্তী ৫ দিনের জন্য ভারতের মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

২০১০ সাল থেকে ভারতে তাপপ্রবাহের কারণে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

Link copied!