রেমিট্যান্সে ডলারে কমলো ৫০ পয়সা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৩:৩৪ পিএম

রেমিট্যান্সে ডলারে কমলো ৫০ পয়সা

বৈদেশিক উৎস থেকে রেমিট্যান্স সংগ্রহে ডলারপ্রতি ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার সন্ধ্যায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো ১০৭ টাকা ৫০ পয়সা দরে রেমিট্যান্সের ডলার কিনবে। এতদিন তা কেনা হতো ১০৮ টাকায়। তবে রপ্তানি বিল কেনার ক্ষেত্রে আগের মতো ৯৯ টাকা অপরিবর্তিত থাকবে।

আফজাল করিম বলেন, “ডলারের উপর চাপ কমে আসায় নতুন দর নির্ধারণ করা হল। যেসব ব্যাংকের আগাম কেনা রয়েছে তারা ডলারের দর সমন্বয় করবে এ সময়ের মধ্যে।”

তবে আমদানি, রপ্তানিসহ অন্যান্য দর আগের মতই থাকবে বলে জানান তিনি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আমদানির এলসি খোলার ক্ষেত্রে ডলারের দর আগের মতই নির্ধারণ করা হবে রেমিটেন্স ও রপ্তানির বিনিময় হারের গড় করে। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ গড় হারের সঙ্গে অতিরিক্ত ১ টাকা বেশি নিতে পারবে; অর্থাৎ স্প্রেড সীমা হবে ১ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি হবে আন্তঃব্যাংকে ডলারের বিনিময় দর।

Link copied!