লাল সিং চাড্ডা: বলিউডে নিজস্বতা সংকট

বিনোদন প্রতিবেদক

মে ৩১, ২০২২, ১২:৪৮ এএম

লাল সিং চাড্ডা: বলিউডে নিজস্বতা সংকট

হলিউড সহ অন্যান্য সিনেমার অন্ধ অনুকরণ করতে গিয়েই বলিউডে দিন দিন হারাচ্ছে এর নিজস্বতা। হলিউডের ছবিকে নকল করে দেশীয় গল্প ও সংস্কৃতির ধারা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন খোদ বলিউড শিল্পীরা । যার জলন্ত প্রমাণ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা 'লাল সিং চাড্ডা’।  হলিউডের জনপ্রিয় ছবি, ফরেস্ট গাম্পের অফিসিয়্যাল রিমেক এই 'লাল সিং চাড্ডা'।

বহুল আকাঙ্ক্ষিত এই সিনেমাটির ট্রেলার প্রকাশ হবার পর মন ভরেনি দর্শকদের। প্রশংসার পাশাপাশি হতাশও প্রকাশ করছেন অনেকে। অবশ্য হলিউডের নকল করে সিনেমা নির্মাণ বলিউডের নতুন কিছু নয়। এর আগেও বেশ কিছু সিনেমার রিমেক হুবুহ নকল করা হয়েছে। তারও আগে 'নাইট এন্ড ডে' সিনেমার অফিশিয়াল রিমেক ছিলো 'ব্যাং ব্যাং'  সিনেমা। তবে সেখানে ছিল গল্প বলার ভিন্নতা ও বলিউডের প্রচলিত মালমশলা।

তাছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমাও হলিউডের সরাসরি নকল বলা চলে। দিলওয়ালে, কোয়ি মিল গ্যায়া,  ব্ল্যাক, পার্টনারের মত সিনেমা এই তালিকায় পড়ে।

অফিশিয়াল রিমেকে অস্কার

বিশ্বব্যাপী অফিশিয়াল রিমেক চলে। এমনকি ২০০৬ সালে দ্য ডিপার্টেড পেয়েছিল অস্কার পুরষ্কারও। যেটি ২০০২ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ইনফারন্যাল এফেয়ার্সের অফিসিয়াল রিমেক। কিন্তু অফিশিয়াল রিমেক হলে মার্টিন স্করসিজির অনবদ্য নির্মাণ এটিকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়।

ট্রেলারে হুবহু মিল

'লাল সিং চাড্ডা' সিনেমাটির ট্রেলারে দেখা যাচ্ছে, আমির ছোটবেলায় একজন প্রতিবন্ধী শিশু ছিলেন। তাঁকে সমাজের নানা গঞ্জনা সহ্য করে এগিয়ে যেতে হয়েছে। সমাজের কেউ তাঁর ওপরে ভরসা করেনি। তাঁকে পদে পদে অবজ্ঞা করা হয়েছে। তবে একমাত্র ছেলের উপর ভরসা  রেখেছিলেন লাল সিংয়ের মা। এই গল্প ফরেস্ট গাম্পের ছবিতে অনেক আগেই দেখেছেন দর্শকরা। আর এতেই দর্শক বলছেন  'ফরেস্ট গাম্প' অবলম্বনে ছবি শুধু নয়, দুর্বল অনুকরণও।

ফ্রেম বাই ফ্রেম সহ ফরেস্ট গাম্পের কিছু আইকনিক ডায়লগের দুর্বল কপি নিয়ে ওঠেছে নেতিবাচক মন্তব্য।

শতাধিক লোকেশনে দৃশ্যায়ন

সিনেমাটি পরিচালনা করেছেন সিক্রেট সুপারস্টার খ্যাত অদ্বৈত চন্দন। আমিরের অন্যতম প্রিয় ছবি ফরেস্ট গাম্প। এই বিষয়টিকে প্রাধান দিয়েই ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হাঙ্কসের এই কালজয়ী ছবিকে ভারতীয় প্রেক্ষাপটে লেখা শুরু করেন অতুল। যদিও ভারতীয় প্রেক্ষাপট বলা হচ্ছে কিন্তু ট্রেলারে রিমেক হিসেবেই সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে।

ভারতের প্রায় ১০০টি লোকেশনে হয়েছে এই সিনেমার শ্যুটিং হয়েছে । তুরস্কেও ‘লাল সিং চড্ডা’র শ্যুটিং হয়েছে বলে জানা যায়। সিনেমাটি তে আমিরের বিপরীতে রয়েছেন করিনা কাপুর। আমিরের মায়ের ভূমিকায় দেখা গেছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোনা সিংকে।

Link copied!