শনিবার বিকেল নিয়ে ফারুকির আশা পূ্রণ হচ্ছে না

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ১১:০৭ পিএম

শনিবার বিকেল নিয়ে ফারুকির আশা পূ্রণ হচ্ছে না

বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কতম দিন ২০১৬ সালের ১ জুলাই। কারণ, এই দিনে গুলশানের মতো অভিজাত এলাকার একটি রেস্টুরেন্টে ঘটে জঙ্গি হামলার মতো ঘটনা। যেখানে মারা যায় একাধিক নিরীহ মানুষ। 

সেই দিনের সেই ঘটনা নিয়ে ঢালিউড-বলিউডে নির্মিত হয়েছে সিনেমা। ঢালিউডে হয়েছে ‘শনিবার বিকেল’ এবং বলিউডে হয়েছে ‘ফারাজ’। ফারাজ চলতি মাসের ৩ তারিখে মুক্তি পাচ্ছে। অন্যদিকে অনেক জল্পনা-কল্পনার পর সেন্সর পাচ্ছে ‘শনিবার বিকেল’ এমনটাই সম্প্রতি শোনা যাচ্ছিল।

শনিবার বিকেলের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেছিলেন বলিউডের ফারাজ মুক্তি পাওয়ার একদিন আগে কিংবা একইদিনে হলেও যেন তাঁর সিনেমাটি মুক্তি দেওয়া হয়। কিন্তু তার সেই আশা পূরণ হচ্ছে না। 

বিষয়টি নিয়ে ফারুকি বলেন, ‘’আমি এখন অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না।‘’

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো কাগজ সেন্সর বোর্ডে আসেনি।

এদিকে, ‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।

Link copied!