শাহবাগে বসার জায়গা নিয়ে গণতন্ত্র মঞ্চের হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১, ২০২২, ০১:২৫ এএম

শাহবাগে বসার জায়গা নিয়ে গণতন্ত্র মঞ্চের হট্টগোল

সারা দেশে রাজনৈতিক সভা-সমাবেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ করা হয়েছে। তবে মঞ্চের সমাবেশের জায়গা নিয়ে হট্টগোল দেখা যায়। পরে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পরিস্থিতি শান্ত করেন।

শুক্রবার শাহবাগে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু হয়। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সাত দলীয় জোটের নেতারা উপস্থিত আছেন।

সমাবেশে বক্তরা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়নে হামলা চালানো হচ্ছে। এই হামলা বন্ধ করতে হবে। বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে তা সরকারের চরম দমননীতির প্রকাশ। মূলত সরকার গণজোয়ার দেখে গণরোষের ভয়ে দমন নীতি বেছে নিয়েছে।

Link copied!