শীতে ত্বকের যত্ন করুন ঘরোয়া উপাদানে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২২, ০৪:৫৩ পিএম

শীতে ত্বকের যত্ন করুন ঘরোয়া উপাদানে

শীতকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় ও ধূলিকণা বেশি উড়তে থাকে। সেগুলো ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলো বন্ধ করে দেয়। এতে ত্বকের ময়লা জমতে জমতে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়। এ থেকে রক্ষা পেতে অনেকেই বিভিন্ন স্কিন কেয়ার প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে ভালো হয় ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলে। মধু, লেবু, হলুদ, কফির মতো যেসব উপাদান প্রায় সবার বাসায়ই থাকে সেগুলো দিয়েই ত্বকের উজ্জ্বলতা ও নমনীয়তা ফিরিয়ে আনা সম্ভব।

ব্যস্ততার কারণে নিয়মিত সম্ভব না হলে অবসর সময়ে ত্বকের ময়লা দূর করতে পারেন কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করার মাধ্যমে--

কমলালেবুর খোসা এবং চন্দনের গুঁড়া :

কমলালেবুর খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করা যায়। এক চামচ কমলালেবুর খোসা গুঁড়া এবং এক চামচ চন্দনের গুঁড়া গোলাপ জল দিয়ে এক সঙ্গে মিশিয়ে নিন। মুখের ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

ডিম, লেবু এবং মধু:

ডিমের সাদা অংশটুকু নিয়ে এক চামচ লেবুর রস এবং মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

কফি এবং দই:

কফি খেলে যেমন শরীর চাঙা হয়ে যায় তেমনি কফি ফেইস স্ক্রাব হিসেবে দারুণ কাজ করে। ত্বকে জমা ময়লা খুব দ্রুত পরিষ্কার করে। দুই চামচ কফিতে এক চামচ দই মিশিয়ে নিন। পুরো মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

 

অল্প সময় ব্যয়ে এই দারুণ প্যাকগুলো আপনার ত্বককে দিবে পুষ্টি ও উজ্জ্বলতা। অবসরে তাই ত্বকের যত্ন নিয়ে ত্বককে দীর্ঘস্থায়ী ক্ষতি থেকে রক্ষা করুন।

Link copied!