শীতে ফেটেছে ঠোঁট?

লাইফস্টাইল ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ১২:৪৯ এএম

শীতে ফেটেছে ঠোঁট?

শীত আসলেই ঠোঁট ফেটে বেহাল অবস্থা হয়ে যায় অনেকের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় ত্বকের শুষ্কতা বেড়ে যায়। শীতল বাতাস লেগে ঠোঁট শুকিয়ে আসে খুব দ্রুত। ঠোঁটের ত্বক শরীরে অন্যান্য অংশের ত্বকের চেয়ে অনেক পাতলা ও স্পর্শকাতর হয়ে থাকে। শীতকালের শুষ্ক আবহাওয়ায় এর বিশেষ যত্ন নেয়া প্রয়োজন। ঘরোয়া কিছু উপাদানেই নিতে পারেন ঠোঁটের যত্ন।

পেট্রোলিয়াম জেলি:
ঠোঁটের যত্নে শীতকালে পেট্রোলিয়াম জেলির ব্যবহার নিয়মিতভাবে করা প্রয়োজন। শরীরের পাশাপাশি ঠোঁটেও শুষ্কতা কমাতে এটি ব্যবহার করুন। তবে মনে রাখবেন বাজারে অনেক রঙিন পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় যেগুলোতে ক্যামিকেল মেশানো হয়। সেসব ব্যবহার করা ঠোঁটের জন্য ক্ষতিকর। রংবিহীন ও ভালো মানের পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার চেষ্টা করবেন।

মধু:
ত্বকের ও শরীরের যত্নে মধুর ব্যবহার হয়ে আসছে দীর্ঘকাল ধরে। ঠোঁট ফাটা সমস্যা থেকে রেহাই পেতে দিনে দুই বার ঠোঁটে মধু লাগাতে পারেন। এতে ঠোঁটের ত্বক পুষ্টি পাবে। নরম ও নমনীয় হবে।

অ্যালোভেরা:
শুকিয়ে যাওয়া ঠোঁটের সৌন্দর্য ফিরিয়ে আনতে অ্যালোভেরার ভূমিকা দারুণ! অ্যালোভেরার জেল ঠোঁটে লাগালে ঠোঁট শুকিয়ে যাওয়া, ফেটে যাওয়া কমে ঠোঁট নরম ও দাগমুক্ত থাকবে। আপনার বাগানে অ্যালোভেরা গাছ থাকলে সেটির পাতা থেকে জেল নিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও বাজারে ভালো মানের অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন।

নারিকেল তেল:
শরীরের জন্য নারিকেল তেল অনেক উপকারী। সম্ভব হলে বাসায় নারিকেল তেল বানিয়ে নিন। খাঁটি নারিকেল তেল শীতকালে জমে যায়। এই তেল ঠোঁটে দিয়ে রাখুন। ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই মিলবে। বাজারে চুলে ব্যবহারের জন্য যে নারিকেল তেল পাওয়া যায় সেটি ঠোঁটে ব্যবহার করবেন না। 

ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে শরীরের শুষ্কতা কমাতে হবে। আর এজন্য শীতকালে বেশি বেশি পানি পান করতে হবে। প্রতিদিন শরীরের প্রয়োজনমতো পানি পান করলে শরীরের আর্দ্রতা ঠিকমাত্রায় থাকবে। ঠোঁট ফাটার সমস্যাও দেখা দিবে না। অতএব পিপাসা না পেলেও বেশি বেশি পানি করতে চেষ্টা করবেন।

Link copied!