শেষ দিনে শ্রীলংকার দরকার ৩৪৮ রান

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ০৯:৫৮ এএম

শেষ দিনে শ্রীলংকার দরকার ৩৪৮ রান

অ্যান্টিগায় দ্বিতীয় টেস্ট জয়ের জন্য শ্রীলংকাকে ৩৭৭ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিন। শ্রীলংকার এখনো ৩৪৮ রান প্রয়োজন। বৃহস্পতিবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৯ রান তুলেছে সফরকারীরা। উইকেটে অপরাজিত আছেন লাহিরু থিরিমান্নে (১৭) ও দিমুথ করুনারত্নে (১১)। 

২ টেস্ট সিরিজের প্রথমটি চরম নাটকীয়তা শেষে ড্রয়ে শেষ হয়। আজও এমন কিছুর প্রত্যাশা ক্রিকেট রোমান্টিকরা। তবে সিরিজ জেতার জন্য দুটি দলই মরিয়া হয়ে রয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ২৮০ রান তুলে। অধিনায়ক ব্রাথওয়েট ৮৫ ও কাইল মায়ার্স ৫৫ রান করেছেন। ৮৮ বলে ৭১ রানের ওয়ানডে মেজাজের ব্যাট করেছেন জেসন হোল্ডার। হার না মানা ইনিংস। সুরঙ্গ লাকমাল ও দুস্মন্ত চামিরা ২টি করে উইকেট পেয়েছেন। 

তার আগে শ্রীলংকা প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট হয়। আগের দিন ৪৯ রানে অপরাজিত থাকা পাথুম নিশানাকা ৫১ এ আউট হয়ে সাজঘরে ফেরত যান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৩৫৪ রান। 

Link copied!