সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্টে উপস্থিত প্রধানমন্ত্রী

বিনোদন প্রতিবেদক

মার্চ ৩০, ২০২২, ০৪:৩৫ এএম

সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্টে উপস্থিত প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শিরোনামের এই কনসার্টে গান গাইবেন বিশ্বখ্যাত সুরকার ও ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছার পরই পরিবেশন করা হয় জাতীয় সংগীত। এরপর ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান গেয়ে শোনান সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ। তার গানের পর এ আর রহমানের পরিবেশনার কথা রয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। নিজেদের জন‌প্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় মাইলসের পরিবেশনা, এরপর মাইলস গেয়ে শোনায় ‘নীলা’সহ বিভিন্ন গান।

এরপর মঞ্চে আসেন বাংলাদেশের সুর সম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ। তিনি জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন।  পরে প্রধানমন্ত্রী আসার পর আবারো এই গান গেয়ে শোনান তিনি। 

পরবর্তীতে একে একে ‘না জানি কোন অপরাধে’, ‘মরার কোকিলে’, ‘মায়া ঘেরা ভবের জালে আমার কইরা বন্দি’ ও ‘আগুনের গোলা’ গান গেয়ে শোনান জনপ্রিয় বাংলা লোকগানের এই সুর সম্রাজ্ঞী। তার পরে এ আর রহমানের গান পরিবেশনের কথা রয়েছে।

Link copied!