সংসদ অধিবেশনে নিজের আসন ছেড়ে রওশন এরশাদের কাছে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২২, ০৩:২৮ এএম

সংসদ অধিবেশনে নিজের আসন ছেড়ে রওশন এরশাদের কাছে প্রধানমন্ত্রী

দীর্ঘদিন অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসার পর সংসদে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বুধবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি।

বুধবার রওশন এরশাদ সংসদে নিজের আসনে বসার পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের আসন ছেড়ে বিরোধী দলীয় নেতার আসনের কাছে ছুটে আসেন এবং তাঁর শারিরীক অবস্থার খবর নেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপিও ছুটে যান রওশন এরশাদের কাছে।

পরে সংসদে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রবীণপার্লামেন্টিরিয়ান। রওশন এরশাদ বলেন, গত বছরের অগাস্ট থেকে আমি অসুস্থ। আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনারা সবাই দোয়া করেছেন। মাননীয় স্পিকার আপনি, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমার খোঁজ নিয়েছেন। সংসদে কথা হয়েছে।”

পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়। পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই।” বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

প্রসঙ্গত, রওশন এরশাদকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে সাত মাস পর সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। তার আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা প্রায় তিন মাস ভর্তি ছিলেন তিনি।

Link copied!