সবাই জানে কারা পালিয়েছিলেন, পালাননি শুধুমাত্র খালেদা জিয়া: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৩, ১১:৩৬ পিএম

সবাই জানে কারা পালিয়েছিলেন, পালাননি শুধুমাত্র খালেদা জিয়া: ফখরুল

এক–এগারোতে গ্রেপ্তার হওয়ার পর কারা দেশ থেকে পালিয়েছিল তা দেশের মানুষ অবহিত আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনকে ‘মাগুরা উপনির্বাচনের দাদা’য় পরিণত করা হয়েছে বলেও  অভিযোগ করেন তিনি।

সোমবার বিএনপির চলমান পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, “কাল (রবিবার) রাজশাহীতে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ নাকি পালায় না। এখানে দাদা (গয়েশ্বর চন্দ্র) আছেন ভাল বলতে পারবেন। এক এগারোতে কারা কারা পালিয়েছিল সবাই জানে। কিন্তু পালায়নি একজন তিনি হলেন, দেশনেত্রী খালেদা জিয়া। তিনি পরিষ্কার বলেছিলেন বিদেশে আমার কোনো জায়গা নেই। এই দেশ আমার এই মাটি আমার। আমার জন্ম এখানে মরলেও এখানে মরব। এইদেশের মানুষ সব জানে। কে কখন কোথায় পালায়, কেমন করে পালায় সবাই জানে।”

আসছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনকে ‘মাগুরা উপনির্বাচনের দাদা’য় পরিণত করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ থেকে আমাদের এমপিরা পদত্যাগ করেছেন। এই আসনের সাবেক এমপি উকিল আব্দুস সাত্তার নির্বাচনে যাওয়ায় দল থেকে বহিষ্কার করেছি। তাকে জয়লাভ করানোর জন্য সমস্ত নীতি-নৈতিকতা বাদ দিয়ে আপনাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছেন।”

এসময় তিনি আরও বলেন, “সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফকে গত তিনদিন ধরে পাওয়া যাচ্ছে না। সমস্ত নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। মাগুরার কথা বলেন। ‘মাগুরার দাদা’ বানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াকে।” এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন ফখরুল। 

বিএনপির পদযাত্রা কর্মসূচি বিষয়ে দলের মহাসচিব বলেন, “আজকের এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, সভ্যতার জয়যাত্রা, অধিকার আদায়ের জয়যাত্রা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জয়যাত্রা।”

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ২টা ৫০ মিনিটের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় দলের বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!