সম্ভাব্য অর্থনৈতিক মন্দা বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

অক্টোবর ৮, ২০২২, ০২:১৭ এএম

সম্ভাব্য অর্থনৈতিক মন্দা বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সতর্ক বার্তায় বলা হয়েছে, আসছে বছর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব।তবে এই অর্থনৈতিক মন্দা বাংলাদেশের অর্থনীতির ওপর তেমন বড় ধরণের প্রভাব ফেলবে না। এমনটি মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার বিকেলে সিলেটের আম্বরখানা থেকে টুকেরবাজার পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বিভিন্ন বিশিষ্ট জনের সাথে আলাপ করেছেন। বিভিন্ন তথ্য উপাত্ত দেখে তিনি বলেছেন, আগামী বছর সারা পৃথিবীর জন্য অর্থনৈতিকভাবে মন্দা হবে। তবে তাতে বাংলাদেশের খুব ক্ষতি হবে না।”

সংকট মোকাবেলায় খাদ্য দরকার উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, “সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে। খাদ্যের ব্যবস্থা করতে পারলে বাকি সবকিছুর ব্যবস্থা করা যাবে।”

‘বিশ্বব্যাংক অনেক সময় উল্টোপাল্টা অনেক কিছু বলে’ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ তারা বলেছে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ১। অন্যান্য দেশের তুলনায় যা অনেক ভালো। সুতরাং খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই।” এসময় তিনি জিডিপি ৭ এর উপরে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Link copied!