সাজেকে পাহাড়ধস, সাড়ে ৬ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৫, ২০২২, ০৯:৫২ পিএম

সাজেকে পাহাড়ধস, সাড়ে ৬ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারামে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার সাড়ে ৬ ঘন্টা পর যানব চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। এর আগে, পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে গেলে সাজেকে কয়েক হাজার পর্যটক আটকা পড়েন। বুধবার (৫ অক্টোবর) সকালে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আকতার যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

রুমানা আকতার গণমাধ্যমকে বলেন, “সাজেকে পাহাড়ধসের ঘটনায় প্রায় পাঁচ হাজার পর্যটক দুই  পাশে আটকা পড়েন। খবর  পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যার চলাচল স্বাভাবিক করা হয়।” এখন কোনো সমস্যা নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। 

এর আগে, পাহাড়ধসে বেশ ভোগান্তিতে পড়েন সাধারণ পর্যটকেরা। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ সকালে গণমাধ্যমকে বলেন, “আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিল। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সব মিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।”

Link copied!