সান ডিয়াগো জাদুঘরে জন্ম নিলো আর্ডভার্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৫:৩৮ পিএম

সান ডিয়াগো জাদুঘরে জন্ম নিলো আর্ডভার্ক

প্রায় ৩৫ বছর পর যুক্তরাষ্ট্রের সান ডিয়োগো জাদুঘরে আর্ডভার্ক নামক প্রাণীর জন্ম হয়েছে। বন্যপ্রানী গবেষকরা বলেছেন, আর্ডভার্কের বাচ্চাটি এখন সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। গত ১০ মে আর্ডভার্কের  বাচ্চাটি ওই চিড়িয়াখানায় জন্মগ্রহণ করে। জন্মের পর থেকেই বাচ্চাটি তার মা জোলার কাছেই আছে। আগামী ৬ মাস বাচ্চাটি তার মায়ের কাছে থাকবে।

 

বন্যপ্রাণী বিশেষজ্ঞ কারি ইনসেরা এক বিবৃতিতে বলেছেন, বাচ্চাটি বয়স্ক আর্ডভার্কের মতই দাঁত দিয়ে মাটি খুড়ছে। যদিও বাচ্চাটির এখনো কোন নাম দেওয়া হয়নি। ইনসেরা বলেছেন, আমরা জাদুঘরে আসা অতিথিদের সঙ্গে খুব দ্রতই বাচ্চাটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে।    

Link copied!