সালমান রুশদির ওপর হামলা দুঃখজনক: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৯, ২০২২, ০৯:১২ পিএম

সালমান রুশদির ওপর হামলা দুঃখজনক: ইমরান খান

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনাকে ‘ভয়ংকর’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। দ্য গার্ডিয়ানে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেছেন যে, রুশদির বই 'দ্য স্যাটানিক ভার্সেস' -এ ইসলামিক বিশ্বের ক্ষোভ বোধগম্য ছিল, তবে এটি হামলার কারণ হতে পারে না।

ইমরান খান বলেছেন যে, তিনি আশা করেন আফগান নারীরা তালেবানের নিষেধাজ্ঞার মুখে "তাদের অধিকার জাহির করবে"।

গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, তাঁর দলের কর্মী-সমর্থকদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।

দলের জন্য বেআইনিভাবে তহবিল সংগ্রহের আট বছরের পুরোনো অভিযোগের বিরুদ্ধে ইমরান খান লড়ছেন। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন তিনি।

পিটিআই-এর একজন শীর্ষ সহযোগী, শাহবাজ গিলকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছিল এবং হেফাজতে থাকা অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খান বলেছিলেন যে, তাকে মারধরও  করা হয়েছিল।

Link copied!