সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আরনাক্স

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৭, ২০২২, ০১:৫৪ এএম

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আরনাক্স

চলতি বছর সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন ফরাসি সাহিত্যিক অ্যানি আরনাক্স। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের জন্য সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে ৮১ বছর বয়সী এই সাহিত্যিকের নাম ঘোষণা করে। অ্যানি আরনাক্স ১৭তম নারী হিসেবে এই পুরস্কার পেলেন।

১৯৪০ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া অ্যানি আরনাক্সের সাহিত্য মূলত আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। প্রায় ৩০টিরও বেশি সাহিত্যকর্ম সৃষ্টিকারী  এই সাহিত্যিক নিজের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেছেন। ‘

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ অ্যানি আরনাক্স পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।

ডিনামাইটের আবিষ্কারক বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল কর্তৃক প্রবর্তিত নোবেল পুরষ্কারের ছয়টি বিভাগের মধ্যে একটি হচ্ছে সাহিত্যে নোবেল পুরষ্কার। ১৯০১ সালে প্রবর্তন করা নোবেল পুরষ্কারের অন্যান্য বিভাগগুলো হলো- রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি ও শান্তিতে নোবেল । প্রতি বছর নোবেল শান্তি পুরষ্কার ছাড়া সব বিভাগের পুরষ্কার সুইডেনের রাজধানী স্টকহোমে দেওয়া হয়।

শুরু থেকে পাঁচটি বিষয়ে-চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও নোবেল পুরষ্কার দেওয়া হয়। এর অনেক পরে ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন করা হয়।  নোবেল পুরষ্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষায় ব্যাংক অব সুইডেন এই পুরস্কার চালু করে।

Link copied!