সিনেমার শ্যুটিংয়ে রকেটে মহাকাশে যাচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৩:২৬ এএম

সিনেমার শ্যুটিংয়ে রকেটে মহাকাশে যাচ্ছেন টম ক্রুজ

নতুন চলচ্চিত্রের শ্যুটিংয় হবে মহাকাশে। তার জন্য  রকেটে চড়ে মহাকাশে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথমবার এমনটা ঘটতে চলেছে।

অভিনেতা টম ক্রুজের সাহস সম্পর্কে সবারই জানা। হলিউডের এই অন্যতম প্রধান অ্যাকশন নায়ক কিছুদিন আগেও কোনো স্টান্ট ছাড়া উড়োজাহাজ ধরে খোলা আকাশে ঝুলে থেকে চমকে দিয়েছেন সবাইকে। এবার মহাশূ্ন্যে শ্যুটিং করে অসম্ভবকে সম্ভব করতে চলেছেন তিনি।

নতুন সিনেমাটির নাম না জানা গেলেও পরিচালক ডৌ লিমান গণমাধ্যমকে জানান, স্টুডিয়োতে নয় ছবিটির শ্যুটিং মহাশূণ্যে হবে-এটি আগেই ঠিক করা ছিল। স্পেস স্টেশন সেখানে বড় ভূমিকা নেবে। ওইসময় মহামারি করোনা সব পরিকল্পনা ভেস্তে দেয়। এখন আবারও পুরোদমে প্রস্তুত হচ্ছেন।  

মার্কিন গণমাধ্যম ফক্সনিউজের প্রতিবেদনে জানা গেছে, অভিনেতা আর পরিচালক মিলে ঘুরে এসেছেন ইউনিভার্সাল ফিল্ম়ড এন্টারটেনমেন্ট গ্রুপ (ইউএফইজি)-এর অফিসও।

উচ্চাভিলাষী টম ক্রুজের অভিনয় কেরিয়ারেও এটি দুর্দান্ত পদক্ষেপ হতে চলেছে। গত জুলাইয়ে ৬০ বছরে পা দেওয়া টম ক্রুজই প্রথম অভিনেতা হতে যাচ্ছেন যিনি মহাকাশে পাড়ি দেবেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে অভিনয় করবেন। হেঁটে বেড়াবেন অনন্ত মহাকাশে। যা এখনও পর্যন্ত সিনেমা কেন কোনও সাধারণ মানুষই করতে পারেননি।

ফলে তিনিই হবেন বিজ্ঞান জগতের বাইরের এমন এক মানুষ যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে থেকে মহাকাশে হেঁটে বেড়ানোর বিরলতম অভিজ্ঞতার ভাগীদার হবেন।

Link copied!