সিরাজগঞ্জে বইবৃক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হল উৎসবে

সিরাজগঞ্জ সংবাদদাতা

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৬:৪৮ পিএম

সিরাজগঞ্জে বইবৃক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হল উৎসবে

উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বিনামূল্যে বই পড়ার প্ল্যাটফর্ম বই বৃক্ষ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে লেখক ও পাঠকের সম্মিলনে যেন এক মহোৎসবের অঙ্গণে পরিণত হয়েছিল শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তরুণ সাহিত্যিক ও বই বৃক্ষের সদস্য মুহাম্মদ বিন এমরানের সভাপতিত্বে এ আয়োজনে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। আবৃত্তি, বক্তৃতা, চিত্রাঙ্কন, কসপ্লে ও রচনা  প্রতিযোগিতায় সর্বমোট ৮০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। 

আমন্ত্রিত ছিলেন কথাসাহিত্যিক এবং থ্রিলার লেখক ফারজানা মিতু, তরুণ নির্মাতা ও লেখক আব্দুল্লাহ আল মামুন (কাইকর), ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়। বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আলী তাঁর বক্তব্যে বলেন, দেশব্যাপী পাঠক তৈরিতে ও শিক্ষার্থীদের মেধা ও মননের উৎকর্ষে বইবৃক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

প্রধান আলোচকের বক্তব্যে সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার বইবৃক্ষের উদ্যমী তরুণদের এ মহৎ কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান মুন্সি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, বই বৃক্ষের সদস্য ওমর ফারুক ডলফিন প্রমুখ। 

দিনব্যাপী চমৎকার আয়োজনের পর কেক কর্তনের মাধ্যমে সিরাজগঞ্জে বইবৃক্ষের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

Link copied!