সিলেটে পানি কমলেও দুর্ভোগ কমেনি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৩, ২০২২, ০৯:৫৪ পিএম

সিলেটে পানি কমলেও দুর্ভোগ কমেনি

মে মাসের বন্যায় দেড় যুগ পর ঘরে পানি ঢুকতে দেখল সিলেট নগরবাসী। সিলেটে পাঁচ দিন ধরে পানিবন্দী আছে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে প্রবেশ করে নগরের বিভিন্ন এলাকায়। বন্যাজনিত কারণে বিশুদ্ধ পানির অভাব, রাস্তাঘাট ও বাঁধ ভেঙ্গে বানভাসি মানুষ যারপর নাই কষ্টে আছেন। সর্বোপরী পণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে এলাকাবাসীর নাভিশ্বাস উঠেছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করেন

রবিবার থেকে পানি নামতে শুরু করলেও বেশ কিছু এলাকা এখনো জলাবদ্ধ। সেইসব এলাকার বাসিন্দারা রয়েছে আরও সমস্যার মধ্যে। পানি কমতে থাকায় ও বেশ কিছুদিন ধরে পানি একই স্থানে থাকায় পানির সঙ্গে ময়লা মিশে পচা গন্ধ বের হতে শুরু করেছে।

বিদ্যুৎ ও গ্যাস, খাবার পানির সংকটের পাশাপাশি উপদ্রুত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। নগরের প্লাবিত এলাকার অনেক বাসিন্দাকে অন্যত্র চলে যেতে দেখা যায়।

দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। তাতে শহরের মানুষের খাওয়ার পানির সংকট বেড়েছে। নিচু এলাকায় ঘরের ভেতর হাঁটু পানির কারণে রান্না করতে পারছে না অনেক পরিবার।

শুধু তাই নয়, মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা যে ফসল ফলিয়েছেন তাও নষ্ট হয়ে গেছে পানিতে। নগরের কাজিরবাজার ধান-চালের মিল ও আড়তে রাখা সারি সারি ধান-চালের বস্তা ভিজে নষ্ট হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ক্ষতি অপূরণীয়। সারাবছরের আয়ের পথে বিশাল ধাক্কা খেয়েছেন তারা।

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এমন পরিস্থিতিতে সুনামগঞ্জ পৌর শহরে আরো আশ্রয়কেন্দ্র খোলা এবং ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বন্যার্তরা।

Link copied!