সিসিইউতে ভর্তি খালেদা জিয়া, মির্জা ফখরুল যা বললেন

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২২, ০২:৫৪ পিএম

সিসিইউতে ভর্তি খালেদা জিয়া, মির্জা ফখরুল যা বললেন

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার পর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে যাওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. জাহিদ বলেন, গুলশানের বাসায় বেগম জিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাকে আমরা দ্রুত হাসপাতালের নিয়ে এসেছি। তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন এর আগে রাত ২টা ৫৫ মিনিটের দিকে বাসা থেকে বের হন।

সাংবাদিকদের মির্জা ফখরুল যা বললেন

এদিকে,খালেদা জিয়াকে হাসতালের সিসিইউতে ভর্তি করার পর রাত সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি রাত দুইটার দিকে ডক্টর জাহিদের কাছে খবর পাই ম্যাডাম অসুস্থ বোধ করছেন। তখনই তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে। আমি চলে আসি, আসার পরে আমাদের দলের চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয় এবং তার স্ত্রী জোবায়দা রহমানের সাথে কথা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন সেখানে গত কালকে বিকেল থেকেই দেখা যায় তার হার্টের কিছু সমস্যা দেখা দিয়েছে। উনি তো একটু চাপা মানুষ, বলেননি কাউকে। তবে আজকে সন্ধ্যায় যখন ডক্টর জাহিদ এবং সিদ্দিক সাহেব তাকে চেক করতে গিয়েছেন তারা দেখেছেন যে, তার প্রবলেম হয়েছে। এখন নিয়ে এসেছেন, এমনিতে তিনি স্ট্যাবল আছেন তবে পরীক্ষা করে এনজিওগ্রাম করে তখন বোঝা যাবে তার সমস্যাটা কতটা জটিল।”

মির্জা ফখরুল আরও বলেন, “এমনিতে তো তিনি গুরুতর অসুস্থ। তার সাথে যদি আবার এখনি হার্টের প্রবলেম হয় নিঃসন্দেহে সেটি জটিল আকার ধারণ করে আরকি । আল্লাহর কাছে দুয়া করি তিনি আগের মতই কাটিয়ে উঠবেন এবং সুস্থ ভাবে আমাদের মাঝে ফেরত আসবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “প্রাথমিকভাবে ইকোসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসকারা বোর্ড বসিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।” তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এনজিওগ্রাম আগামীকাল (শনিবার) করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডাক্তাররা কালকে(শনিবার) সকাল সাড়ে দশটায় একটি বোর্ডে বসবেন, পরে সব সিদ্ধান্ত নিবেন।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান প্রমুখ।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনাভাইরাস সংক্র্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাঁকে। এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৬ বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। 

Link copied!