সৌদি আরবে রোপণ করা হবে প্রায় ৫ কোটি ফলের গাছ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৭:২৩ পিএম

সৌদি আরবে রোপণ করা হবে প্রায় ৫ কোটি ফলের গাছ

নাগরিকদের ফলের চাহিদা মেটাতে, জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ও কৃষিজ উৎপাদন বাড়াতে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ৪০ লাখ লেবু গাছসহ মোট ৪ কোটি ৯০ লাখ ফলের গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে দেশটি।

২০৩০ সালের মধ্যে জ্বালানি তেলের পাশাপাশি দেশটির অন্যান্য অর্থনৈতিক খাতও শক্তিশালী করতে এ উদ্যোগ নিয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার। আগামী ৭ বছরে ২ ধাপে এই বৃক্ষ রোপণ কর্মসূচি চালাবে দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়।

সৌদি আরবের আসির, আলবাহা ও জাজান অঞ্চলে রোপণ করা হবে বিভিন্ন প্রজাতির ৪ কোটি ৫০ লাখ ফলের গাছ। এছাড়া রাজধানী রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, নিজরান, কাসিম, মদিনা, আলবাহা, আসির ও জাজানের বিভিন্ন এলাকায় ৪০ লাখ লেবু গাছ রোপণ করা হবে।

Link copied!