সৌদি আরবের মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৭, ২০২২, ০৩:৫২ এএম

সৌদি আরবের মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব

মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত সৌদি আরবের মদিনার মসজিদে নববীর আঙিনায় এক নারী সন্তান জন্মদানের খবর পাওয়া গেছে। স্থানীয় দ্য মুনসিফ ডেইলি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়,মসজিদের আঙিনায় একজন নারী মুসল্লির প্রসব বেদনা শুরু হলে সেখানেই তিনি একটি সন্তানের জন্ম দেন। এ সময় সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের একটি বিরল অভিজ্ঞতা হয়।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের সৌদি শাখার মহাপরিচালক আহমেদ বিন আলী আল-জাহরানি বলেছেন, ওই মায়ের সংকটজনক অবস্থার কথা মাথায় রেখে স্বেচ্ছাসেবক দল এবং অ্যাম্বুল্যান্স সেন্টার মসজিদেই বাচ্চা প্রসবের ব্যবস্থা করে।

 

আহমেদ বিন আলী আল-জাহরানি আরও জানান, মা ও নবজাতকের পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই বাব জিবরিল স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এ রকম পরিস্থিতিতে নিবিড় চিকিৎসা প্রচেষ্টার প্রয়োজন ছিল। বিশেষ চিকিৎসা দক্ষতা ছাড়া এমন পরিস্থিতি সামাল দেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন।

Link copied!