সৌদিতে পৌঁছেছেন ৩১ হাজার ৫৩৯ বাংলাদেশি হজযাত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৩, ২০২২, ০৩:০৫ পিএম

সৌদিতে পৌঁছেছেন ৩১ হাজার ৫৩৯ বাংলাদেশি হজযাত্রী

হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার ৫৩৯ জন বাংলাদেশে হজযাত্রী যাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়, বুধবার দিনগত রাত ২টা পর্যন্ত ৮৭টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৩৯ হজযাত্রী।

বুলেটিনে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৮ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ৮৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৭টি ফ্লাইট। অন্যদিকে, সৌদি আরবের সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পাঁচটি ফ্লাইট পরিচালনা করেছে।

 

এদিকে, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছানোর পর মো. আব্দুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)নামে আরও দুই বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন।

বুধবার সৌদি আরবের মক্কায় বাংলাদেশ মিশনের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত  মো. আবদুল জলিল খান রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুরের বাসিন্দা। আর বিউটি বেগমের বাড়ি রাজধানী ঢাকায়। মঙ্গলবার মধ্যরাতে তারা মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করছেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫৩ হাজার ৫৮৫ জন। গত ৫ জুন বাংলাদেশি হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রীদের ফ্লাইট  শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

Link copied!