স্বাধীণতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গুগলের বিশেষ ডুডল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৬, ২০২১, ০৫:৩৯ পিএম

স্বাধীণতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গুগলের বিশেষ ডুডল

বাংলাদেশের স্বাধীণতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্লাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে গুগলের ছবির বদলে ব্যাবহার করা হয়েছে বিস্তৃত নীল আকাশের মাঝে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। গুগল শব্দটির ব্যাকগ্রাউন্ডেও রাখা হয়েছে লাল-সবুজের ছোঁয়া।

উল্লেখ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনও ব্যক্তির স্মরণে বরাবরই বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টি-নন্দিত এই ডুডল দেখতে পাবেন। আর এর উপর কার্সর ধরলে বা ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১‘। তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

Link copied!