স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না দেশের ৭৩% মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০৯:০১ পিএম

স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না দেশের ৭৩% মানুষ

বাংলাদেশে একজন মানুষের দৈনিক স্বাস্থ্যকর খাবারের জন্য খরচ পড়ে প্রায় ২৭৬ টাকা। জনসংখ্যার ৭৩ শতাংশেরই এ টাকা খরচ করে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। জাতিসংঘের পাঁচটি প্রতিষ্ঠানের এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

'বৈশ্বিক খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি ২০২২' শীর্ষক প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে মোট জনসংখ্যার হারে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্যের দিক থেকে সবচেয়ে পিছিয়ে নেপাল, তারপরই পাকিস্তানের অবস্থান। ভারতের অবস্থান বাংলাদেশের কিছুটা ভালো। ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা ও ভুটান।

২০১৭ সালে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৭৭.৪% স্বাস্থ্যকর খাবার কেনার খরচ বহনে অক্ষম ছিল, যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে ৭৩%-এ।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুধা নির্মূল, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অপুষ্টি দূর করার চ্যালেঞ্জ বাড়ছে। কোভিড-১৯ মহামারি বৈশ্বিক কৃষি খাদ্যব্যবস্থার দুর্বলতা, ভঙ্গুরতা ও সমাজের বিরাজমান বৈষম্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, দক্ষিণ এশীয় অঞ্চলের গড়ে ৪১.১% মানুষ স্বাস্থ্যকর খাবারের জন্য ব্যয়ের সামর্থ্য রাখে না।

অনেক উন্নতির পরও শিশুদের অপুষ্টি বড় উদ্বেগের কারণ হয়ে আছে। মায়েদের মধ্যে রক্তস্বল্পতা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

Link copied!