হাসপাতালে ইউক্রেনের হামলায় ১৪ জন নিহত: রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০২:২১ পিএম

হাসপাতালে ইউক্রেনের হামলায় ১৪ জন নিহত: রাশিয়া

রাশিয়া দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকার একটি হাসপাতালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই হামলায় হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগিসহ আহত হয়েছে আরও ২৪ জন। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ অভিহিত করেছে রাশিয়া। তবে শনিবার এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যারা এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক ও সামরিক চিকিত্সকেরা বেশ কয়েক মাস ধরে স্থানীয় জনগণ ও সেনাদের চিকিত্সাসেবা প্রদানে হাসপাতালটিতে কাজ করে আসছেন।

Link copied!