হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল ১২ বছরের শিশু! উদ্বীগ্ন চিকিৎসকরা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:৫১ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল ১২ বছরের শিশু! উদ্বীগ্ন চিকিৎসকরা

বিরল এক ঘটনা! স্কুল থেকে ফেরার সময়ে স্কুল বাসেই হৃদরোগে আক্রান্ত হল এক শিশু। আর সেখান থেকেই হল তাঁর মৃত্যু। এত কম বয়সি শিশুর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড এলাকায়।

এদিন সকালে ষষ্ঠ শ্রেণির ছাত্র মনীষ জাতভ স্কুল বাসে অন্য শিশুদের সাথে স্কুলে খেলা করছিল। এরপর সে তাঁর ভাইয়ের সাথে সে দুপুরের খাবারও খায়। এর পরে দুই ভাই অন্য শিশুদের সাথে স্কুল বাসে করে বাড়ি ফিরছিল। হঠাৎই বুকে ব্যথা অনুভব করে সে। বাসের চালক সাথে সাথে পরিবারের সদস্য এবং স্কুলকে বিষয়টি জানান। আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সিপিআর দেওয়া হয়। কিন্তু তাঁকে আর বাঁচানো যায়নি। 

অনেকের মত, গোটা মধ্যপ্রদেশের মধ্যে এই শিশুটিই এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সে হৃদরোগে আক্রান্ত হল। এই ঘটনায় চিকিৎসকরা রীতমিতো উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ১২ বছরের শিশু কী করে হৃদরোগে আক্রান্ত হতে পারে, তা নিয়ে চিকিৎসকদের মধ্যেই উদ্বেগ দেখা গিয়েছে।

সারা বিশ্বে নানা কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার বয়সের গড় নিম্নসীমা কমে আসছে। এখন চল্লিশ বছরে পা দেওয়ার আগেই অনেকে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আর সেটিই রীতিমতো আতঙ্কিত করছে চিকিৎসকদের। এবার এই শিশুর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সেই আশঙ্কাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে।

সূত্র: এনডিটিভি

Link copied!