হেরেও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাওয়ালেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৩:৪৭ এএম

হেরেও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাওয়ালেন হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হেরেও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাওয়ালেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোটের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান হিরো আলম।

এ সময় হিরো আলম সাংবাদিকদের জানান, আগামী রবিবার অথবা সোমবার উচ্চ আদালতে এ বিষয়ে মামলা দায়ের করবেন, এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকালে তিনি ফোনে এ নির্দেশ দেন।

Link copied!