১০০৫ হাসপাতালে চলবে করোনার টিকাদান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২১, ১২:১৭ এএম

১০০৫ হাসপাতালে চলবে করোনার টিকাদান

পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। সেলক্ষ্যে এরইমধ্যে বিভিন্ন জেলায় টিকা পৌঁছানোসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকদান কর্মসূচিতে অংশ নিতে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৩ লাখ ২৮ হাজার মানুষ নিবন্ধন সম্পন্ন করেছেন। 

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সেসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিবন্ধকৃত সকলেই ধারাবাহিকভাবে টিকার ডোজ পাবেন। শানিবার রাতের মধ্যে সবার নিবন্ধিত মোবাইল নাম্বারে এসএমএস পাঠানো হবে।

রবিবার দিনব্যাপী রাজধানীর ৫০টি হাসপাতালসহ সারাদেশের ১ হাজার ৫টি হাসপাতালে একযোগে এ টিকাদান কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচিতে সারাদেশে কাজ করবে ২৪০০ টিম। প্রতিটি টিমে ১৫০ জনকে টিকা দেবার সক্ষমতা আছে। 

টিকাদান কাজের চূড়ান্ত প্রস্তুতি দেখতে এরইমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল।  রবিবার সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনরফারেন্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

Link copied!