১১টি দেশে অন্তত ৮০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ০২:৫৫ পিএম

১১টি দেশে অন্তত ৮০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত

১১টি দেশে অন্তত ৮০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মাঙ্কিপক্স শনাক্তের এ হার ক্রমেই বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছে সংস্থাটি। 

সংস্থাটি জানিয়েছে, সন্দেহভাজন আরও ৫০ জনের রোগ শনাক্তের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে সন্দেহভাজন এসব রোগী কোন কোন দেশের তা জানানো হয়নি।

https://www.youtube.com/watch?v=fNWGs1xaZFY&t=1s

 

https://www.youtube.com/watch?v=fNWGs1xaZFY&t=1s

যেসব দেশে মাঙ্কিপক্স সনাক্ত হয়েছে, সেসব দেশের মধ্যে রয়েছে ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও অস্ট্রেলিয়া। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম এই রোগ শনাক্ত হয় যুক্তরাজ্যে।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি। মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাসজনিত রোগ। তবে রোগটি তেমন গুরুতর নয়। চিকিৎসা নিলে কয়েক সপ্তাহেই রোগী সুস্থ হয়ে ওঠেন।

Link copied!