২৫০ কোটি বাজেটের ছবিতে শাহরুখের পারিশ্রমিকই ১০০ কোটি!

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ১০:৫৫ পিএম

২৫০ কোটি বাজেটের ছবিতে শাহরুখের পারিশ্রমিকই ১০০ কোটি!

৪ বছর পর ‌'পাঠান' ছবির মাধ্যমে মূখ্য চরিত্রে বলিউডে দেখা যাবে শাহরুখ খানকে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহর বহুল প্রতীক্ষিত এই ছবিটি। 

২০১৮ সালের 'জিরো' ছবির পর আর রোমান্সের রাজাকে কোনো ছবিতে মূখ্য চরিত্রে দেখা যায়নি যদিও অনেক ছবিতেই ক্যামিও চরিত্রে ছিলেন। তাই 'পাঠান' দেখতে সবাই অধীর আগ্রহে অপেক্ষায়। বহু বছর পর 'ওম শান্তি ওম' জুটি শাহরুখ-দীপিকার রোমান্স দেখতে পাবে বিশ্ব। এছাড়াও ছবিতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো বড় তারকাদেরও।

besharam rang

ইতিমধ্যে 'বেশরম রং' ও 'ঝুমে জো পাঠান' গান দুটি প্রকাশিত হওয়ার পর থেকে বেশ আলোচনায় আছে 'পাঠান' ছবিটি। এবার পারিশ্রমিক নিয়ে আলোচনায় ছবিটি।

jhume jo pathan

'কামব্যাক' করার ছবিতে শাহরুখ খান যে পারিশ্রমিক নিয়েছেন সেটির সাথে ছবির অন্যান্য শিল্পীদের পারিশ্রমিকের আকাশ-পাতাল তফাত। 'পাঠান' ছবির ২৫০ কোটি বাজেটের ১০০ কোটিই গিয়েছে শাহরুখ খানের পারিশ্রমিক হিসেবে। 

পাঠান ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন নিয়েছেন মাত্র ১৫ কোটি রুপি। 

john

অন্যদিকে, ছবিটির অন্যতম প্রধান চরিত্র জন আব্রাহাম দীপিকার থেকে ৫ কোটি বেশি পারিশ্রমিক পেয়েছেন। 

আলোচিত এই ছবি পরিচালনা করে সিদ্ধার্থ আনন্দ পেয়েছেন ৬ কোটি রুপি।

ছবিটিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে আশুতোষ রানা ও ডিম্পল কাপাডিয়া কত করে নিয়েছেন তা জানা যায়নি।

এই ছবিতে অতিথিশিল্পী হিসেবে একটি নজরকাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। বলিউড পাড়ায় শোনা যাচ্ছে, এই ছবিতে কাজ করার জন্য কোনো অর্থ নেননি সালমান।

দেখা যাক, ৪ বছর পর বলিউডে হিরো হিসেবে ফিরে ১০০ কোটি রূপি পারিশ্রমিকের বিনিময়ে কতটা নিজের জৌলুস ফিরিয়ে আনতে পারেন শাহরুখ!

Link copied!