৪ বছর কেন ছবি করেননি, জানালেন শাহরুখ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২২, ০৭:৪৯ পিএম

৪ বছর কেন ছবি করেননি, জানালেন শাহরুখ

দীর্ঘ ৪ বছর পর ফের পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। শেষ ছবি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। ‘জিরো’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল শেষবার। এত বছর পর পছন্দের অভিনেতাকে আরও একবার পর্দায় দেখতে পাওয়ার আনন্দে আত্মহারা তাঁর ভক্তরা। কিন্তু এত বছর পর্দার আড়ালে থাকলেন কেন- এ নিয়েও ভক্তদের মনে প্রশ্ন।

দ্য হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, জিরোর পর এতটা লম্বা বিরতি কাটানোর কথা মোটেই ভাবেননি কিং খান। তিনি কম বেশি এক বছরের বিরতি নিতে চেয়েছিলেন জিরো ছবিটির ভরাডুবি হওয়ার পর। বক্স অফিসে ছবিটি একদমই চলেনি। 'কারও ভালো লাগেনি ছবিটা,' এমনটাই জানান তিনি। অভিনেতার কথায়, 'খুব খারাপ লেগেছিল বিষয়টা'।

এর পর বাদশাহ নিজেই জানিয়েছিলেন তিনি বেশ কয়েক মাস কোনও নতুন ছবির কাজ করবেন না। তিনি চেয়েছিলেন ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে। কথা মতো তেমন বিরতিও নিয়েছিলেন। কিন্তু সেটা যে এতটা লম্বা হবে সেটা তিনি বোঝেননি। কিন্তু লকডাউন এবং মহামারীর কারণে সেটা এতটা লম্বা হয়ে যায়। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে শাহরুখ তাঁর নতুন ছবি নিয়ে আগামী বছর পর্দায় ফিরছেন। এমনটাই তিনি রবিন উথাপ্পাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন।

এই সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞেস করা হয় তিনি যদি সিনেমা করা ছেড়ে দেন তাহলে কী করবেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, পাঠান ক্যাটারিং, বাজিগর বেকারি, ইত্যাদি খুলব।

Link copied!