৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়লো

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০২:৫৪ এএম

৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়লো

৪৪তম বিসিএসের অনলাইন আবেদনের সময় আবারও বাড়ানো হয়েছে। সোমবার সরকারি কর্ম-কমিশন (পিএসসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ দিন ছিল আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা।  এর পরিবর্তে আগামী ২ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের http://www.bpsc.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, এই বিসিএস থেকে মোট ১ হাজার ৭১০ জন ক্যাডার নেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কোটা বিষয়ে সিদ্ধান্ত হবে।

ঢাকা, রাজশাহী চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ময়মনসিংহে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Link copied!