৬ দিন পর চালু ওসমানী বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২২, ০৮:৩৮ পিএম

৬ দিন পর চালু ওসমানী বিমানবন্দর

বন্যার কারণে ৬ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

এর আগে ১৭ জুন রানওয়েতে পানি ওঠায় তিন দিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তখন বন্যার পানিতে রানওয়ে, অ্যাপ্রোচ লাইট ও পাওয়ার ক্যাবল ডুবে যায়।

ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স'র স্টেশন ম্যানেজার রাজীব রহমান গণমাধ্যমকে জানান, আজ সকাল ৮টা ৫০ মিনিটে তাদের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটে অবতরণ করেছে।

গত ২০ জুন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন।

এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার দুপুর ৩টার পর থেকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সিলেট বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল সেগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।

Link copied!